বুধবার ১৫ সেপ্টেম্বর ২০২১ - ১৩:৫১
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দনেশনামে ইমাম হোসাইন পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

لا تَصِفَنَّ لِمَلِكٍ دواءً، فإن نَفَعَهُ لَم يَحمَدْكَ، وإن ضَرَّهُ اتَّهَمَكَ.

রাজা বাদশাকে ওষুধ খাওয়ার প্রস্তাব দিও না, কারন যদি সে সুস্থ হয় তাহলে তোমার কোন প্রশংসা করবে না, আর যদি সে অসুস্থ হয়ে পড়ে তোমাকে মিথ্যা অপবাদ দিবে।

(দনেশনামে ইমাম হোসাইন, হাদীস নং: ৪০২৮)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha