বৃহস্পতিবার ১৬ সেপ্টেম্বর ২০২১ - ১৩:০৭
সরনিয়া ৭২ তাবুত

হাওজা / সরনিয়া কারবালায় হুজ্জাতুল ইসলাম মাওলানা ফিরোজ হোসায়েন জাইদী সাহেব কিবলা কারবালার ৭২ শহিদের স্বরনে ৭২ তাবুত শোকানুষ্টানের আয়োজন করেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগানা জেলার অন্তর্গত সরনিয়া গ্রামে ঐতিহাসিক ৭২ তাবুত শোকানুষ্টান উপলক্ষে পাঁচদিন ব্যাপী মজলিসের আয়োজন করা হয়েছে, প্রথম মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সাফী হায়দার সাহেব কিবলা (তানজিমুল মাকাতিব)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha