হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মাওলানা সাহেদ আলী জায়দী সাহেব উক্ত মজলিসে ফুরুয়ে দ্বীন এর তাওয়াল্লা ও তাবাররা নিয়ে আলোচনা করেন।
তাওয়াল্লা এর বহি:প্রকাশ দেখাতে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মানুষ আরবাঈনে উপস্থিত হয়ে একসাথে বলে "লাব্বাইক ইয়া হুসাইন। আর তাওয়াল্লা এর প্রকাশ করতে শামে গিয়ে লানাত করা হয়।
মাওলানা সাহেদ আলী জায়দী সাহেব মাসায়েব এ বিবি সাকিনা (আ:) পড়েন। ইমাম জয়নুল আবেদীন ( আ:) এর ও শাহাদাত এর কিছু ঘটনা তুলে ধরেন।
আপনার কমেন্ট