সোমবার ২০ সেপ্টেম্বর ২০২১ - ১৩:৫৯
শোক সংবাদ

হাওজা / ‘মাহদী মিশন’ যশোর এর পরিচালক জনাব সিরাজুল ইসলাম সাহেবের আম্মাজান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ ২০শে সেপ্টেম্বর  ২০২১ রোজ সোমবার ভোর আনুমানিক ৪.০০ ঘটিকার সময় ইনকিলাব এ ‘মাহদী মিশন’ যশোর এর পরিচালক জনাব সিরাজুল ইসলাম সাহেবের আম্মাজান বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন।

ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজিউন।

মারহুমের জানাজার নামাজ  আজ আসরের পর  আর. এন. রোডস্থ  মার্কেন্টাইল ব্যাংকের সামনে অনুষ্ঠিত হবার পর পারিবারিক কবরস্থানে  দাফন করা হবে।

মারহুমের  রুহের মাগফেরাতের জন্য ১বার সুরা ফাতেহা,  ৩ বার সূরা ইখলাস ও ১১বার দরুদ মুহাম্মাদ ওয়া আলে মুহাম্মাদ আঃ পড়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha