সোমবার ৪ অক্টোবর ২০২১ - ১১:৩৭
আমির মুত্তাকি

হাওজা / আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানের তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটি রোববার এক বিবৃতিতে এই তথ্য জানায়।

তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খানের সঙ্গে টেলিফোন কথোপকথনে ইসমাইল হানিয়া দখলদার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিজয় লাভের জন্য তালেবানের প্রশংসা করেন।

হামাস নেতা ইসমাইল হানিয়া প্রত্যাশা করেন, জেরুজালেম স্বাধীন করতে তালেবান ফিলিস্তিনি ভাইদের সমর্থন করবে। এছাড়া বক্তব্যে তালেবান যেন ফিলিস্তিনিদের অধিকারের কথা বলে সেই প্রত্যাশাও রাখেন তিনি।

অন্যদিকে কথোপকথনে পররাষ্ট্রমন্ত্রী আমির মুত্তাকি খান ফিলিস্তিনি জনগণের সংগ্রাম এবং অবিচল মনোভবের জন্য তালেবান গর্ববোধ করে বলে জানান।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha