সোমবার ৪ অক্টোবর ২০২১ - ১২:৪০
হুজ্জাতুল ইসলাম মাওলানা আসগার আলী গাইন

হাওজা / কারবালার শহীদ ইমাম হোসায়েন (আ:) এর চল্লিশা উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হাওড়া জেলার অন্তর্গত বাগনান এলাকায় সারদা গ্রামে ইমাম হোসায়েন (আ:) এর চল্লিশা উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়।

উক্ত মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা আসগার আলী গাইন সাহেব কিবলা (ঘনারবন, উত্তর ২৪ পরগানাহ)।

মাওলানা আসগার আলী গাইন সাহেব উক্ত মজলিসে কোরআন ও আহলে বাইত (আ:) বিষয় সম্পর্কে আলোচনা করেন। এবং শেষে তিনি ইমাম হোসায়েন (আ:) এর মাসায়েব পড়েন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha