রবিবার ১৭ অক্টোবর ২০২১ - ১৫:২৫
মাওলানা আলী হায়দার ফারিশ্তা

হাওজা / আফগানিস্তানে শিয়াদের গণহত্যা বন্ধের জন্য তালেবানদের প্রতি আহ্বান জানায়। প্রশ্ন হচ্ছে কেন তালেবান শাসিত আফগানিস্তানে শুধুমাত্র শিয়াদের হত্যা করা হচ্ছে। তালেবানদের জবাব দিতে হবে এই দুনিয়াতে এবং পরকালেও।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী,  হায়দ্রাবাদের ওলামা-খুতবার সভাপতি হুজ্জাতুল ইসলাম মাওলানা আলী হায়দার ফারিশ্তা বলেন, অত্যন্ত দুঃখের সাথে খবরটি শোনা গেল যে, আবারও কান্দাহার শহরে আফগানিস্তানের আইএসআইএল সন্ত্রাসীরা ১৫ অক্টোবর জুমার নামাজের সময় একটি শিয়া মসজিদে একটি বিশাল বোমা বিস্ফোরণ করেছে, এতে অন্তত ৩৩ মুসল্লি নিহত এবং আরো কয়েক ডজন আহত হয়েছে।

 এই মর্মান্তিক ঘটনার যতই নিন্দা করা হোক তবুও কম। কিছু দিন আগে কুন্দুজের একটি শিয়া মসজিদে একই ধরনের বিস্ফোরণে দুই শতাধিক মুসল্লি নিহত এবং শতাধিক আহত হন।

তিনি বলেন, আমরা ভারতের সকল ওলামা ও খুতবা হায়দ্রাবাদের পক্ষ থেকে এই সকল বিস্ফোরণের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই এবং সর্বোচ্চ মর্যাদার জন্য প্রার্থনা করি।

আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য প্রার্থনা করি এবং শোকাহতদের সেবায় সমবেদনা জানায়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha