শুক্রবার ২২ অক্টোবর ২০২১ - ২০:২৯
সৈয়দ হোসায়েন মেহেদী হোসায়েনী

হাওজা / ঐক্য সপ্তাহ শত্রুর পিঠ ভেঙ্গে দিয়েছে। ইসলাম জগতের মর্যাদা এক দেহ এবং ইসলাম জগতের একত্রীকরণ বিন্দু হল কোরআন, কলেমা, কাবা এবং নবী রাসূল। যখন এই সমস্ত জিনিস এক, তখন সেই ভিত্তিতে সকলের একত্রিত হওয়া উচিত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মজলিস ওলামা-ই-হিন্দ-এর সভাপতি এবং জামেয়াতুল-ইমাম আমির-আল-মোমিনীন (মুম্বাই) এর অধ্যাপক, বিশিষ্ট চিন্তাবিদ হুজ্জাতুল-ইসলাম সৈয়দ হোসায়েন মেহেদী হোসায়েনী এক বিবৃতিতে ইমাম খোমাইনী এবং খামেনেয়ীর অবস্থান তুলে ধরেন যে এখন ইসলামের সবচেয়ে বড় শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল।

 ঐক্যের এই সপ্তাহ সাম্রাজ্যবাদের সকল ষড়যন্ত্রকে ব্যর্থ করে দিয়েছে।অতএব, ইসলামী উম্মাহর উচিত ঐক্য সপ্তাহে প্রচার করা। ঐক্য সপ্তাহ শত্রুর পিঠ ভেঙ্গে দিয়েছে। ইসলাম জগতের মর্যাদা এক দেহ এবং ইসলাম জগতের একত্রীকরণ বিন্দু হল কোরআন, কলেমা, কাবা এবং নবী রাসূল। যখন এই সমস্ত জিনিস এক, তখন সেই ভিত্তিতে সকলের একত্রিত হওয়া উচিত।

তিনি বলেন, ইরানের বিপ্লবী নেতা এই বিষয়গুলোকে মাথায় রেখে ঐক্যের সপ্তাহ নামকরণ করেছিলেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha