সোমবার ১ নভেম্বর ২০২১ - ১৩:০৫
ইয়েমেনে মসজিদে মিসাইল হামলা

হাওজা / ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় বিদ্যালয়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইয়েমেনের মারিব প্রদেশে একটি মসজিদ ও ধর্মীয় বিদ্যালয়ে ব্যালিস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। এতে নারী ও শিশুসহ অন্তত ২৯ জন হতাহত হয়েছে। সোমবার (১ নভেম্বর) এসব জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, এই হামলায় দুইটি ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয় বলে জানিয়েছে প্রদেশটির গভর্নর অফিস। ধারণা করা হচ্ছে এটা হুথি বিদ্রোহীদের কাজ। তবে তারা বা অন্য কেউ এখনো এই হামলার দায় স্বীকার করেনি।

সাম্প্রতিক মাসগুলোতে সরকারি বাহিনী ও হুথিদের মধ্যে লড়াই বেড়েছে। জাতিসংঘ বলছে, সেপ্টেম্বরে মারিবে যুদ্ধে প্রায় ১০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। ২০১৫ সাল থেকেই যুদ্ধ চলছে ইয়েমেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha