বুধবার ১০ নভেম্বর ২০২১ - ১৩:০১
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস তুহাফুল উকুল, পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

اِنَّ النّاسَ عَبيدُ الدُّنْيا وَ الدِّينُ لَعْقٌ عَلى اَلْسِنَتِهِمْ يَحوطونَهُ ما دَرَّتْمَعائِشُهُمْ فَاِذا مُحِّصوا بِالْبَلاءِ قَلَّ الدَّيّانونَ.

মানুষ হচ্ছে দুনিয়ার গোলাম ও ধর্ম হচ্ছে তাদের মুখের বলি, যতদিন ধর্ম তাদের স্বার্থ রক্ষা করে ততদিন তারা ধর্মের পিছনে ছোটাছুটি করে, কিন্তু যখন তারা বিপদ আপদে আক্রান্ত হয় তখন ধার্মিক লোকের সংখ্যা কমে যায়।

(তুহাফুল উকুল, পৃ-২৪৫)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha