শনিবার ১৩ নভেম্বর ২০২১ - ১৫:২৭
ইমাম হোসাইন (আ:) এর বানী

হাওজা / হযরত ইমাম হোসাইন (আ:) থেকে বর্ণিত হাদীস।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উক্ত হাদীস দনেশনামে ইমাম হোসাইন, পুস্তক থেকে নেওয়া হয়েছে, হাদীস নিম্নরূপ:

ইমাম হোসাইন (আ:) বলেন:

سئل الامام الحسین(ع): من هواشرف الناس؟ قال: من اتعظ قبل ان یوعظ، و استیقظ قبل ان یوقظ

একজন ইমাম হোসাইন আলাইহিস সালামকে জিজ্ঞেস করল: সবচেয়ে ভদ্র ব্যক্তি কে?

তিনি বললেন: যে ব্যক্তি অন্যের নসিহত শুনার আগেই নিজেই নিজেকে নসিহত করে এবং কেউ তাকে জাগ্রত করার আগেই সে নিজে জাগ্রত হয়ে যায়।

(দনেশনামে ইমাম হোসাইন, হাদীস নং: ৪১১৫)

অনুবাদক: আব্দুল্লাহ ও শারীফা খাতুন

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha