শুক্রবার ১৯ নভেম্বর ২০২১ - ২১:০৮
আয়াতুল্লাহ হুসাইনী বুশেহরি

হাওজা / জামেয়া মাদ্রাসিন হাওজা ইলমিয়ার প্রধান বলেছেন: যখন বাসিজ জনগণ থেকে আলাদা হয়, তখন বিপদ দেখা দিতে শুরু করে এবং এই সময়কে শত্রুরা কাজে লাগাতে শুরু করে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ হুসেইনি বুশেহরি ইরানের স্বেচ্ছাসেবক বাহিনীর প্রধান সরদার গোলাম রেজা সোলেইমানির সাথে বৈঠকে সমাজের ভৌগলিক ও ধর্মীয় সীমানা রক্ষা করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বলেন: আজকের বাসিজের দায়িত্ব আগের 'দেফায়ে মুকাদ্দাস' এর চেয়েও বেশি গুরুতর কারণ আজ ইসলামী সমাজের চেতনা ও চিন্তা শত্রুর লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে।

কুম শহরের মাদ্রাসার শিক্ষক সমিতির প্রধান বলেন: বাসিজকে অবশ্যই ভবিষ্যতে শত্রুদের ভবিষ্যদ্বাণীর প্রতিহত করতে হবে।

আয়াতুল্লাহ বুশেহরি বলেন, শত্রুদের গুজবকে দূর করার লক্ষ্যে গ্রাম ও সাইবারস্পেসে প্রতিরোধী অর্থনীতি প্রকল্পে বাসিজের কার্যক্রম অব্যাহত রাখার জন্য আহ্বান জানিয়েছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha