শুক্রবার ৩ ডিসেম্বর ২০২১ - ১৩:৩২
আল্লামা সাফদার হুসাইন নাজাফী

হাওজা / মরহুম আল্লামা সাফদার হুসাইন নাজাফী, মোফাস্সিরে কুরআন, পাকিস্তানের প্রতিটি কোণায় ধর্মীয় শিক্ষা পৌঁছিয়েছেন এবং ১২০ টিরও বেশি বই অনুবাদ ও সংকলন করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, লাহোর / শিয়া মাদ্রাসা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি এবং জমিয়তুল মুন্তাজারের প্রিন্সিপাল আল্লামা সৈয়দ সাফদার হুসাইন নাজাফীর ৩২তম মৃত্যু বার্ষিকী খুবই ভক্তি ও শ্রদ্ধার সাথে পালিত হবে।

১৯৮৯ সালের ৩ ডিসেম্বর আল্লামা ইন্তেকাল করেন। মরহুম আল্লামা সাফদার নাজাফী তাফসির-ই-নামুনার ২৭টি খণ্ড এবং ইমাম খোমেনির তাওজীহুল মাসায়েল সহ ১২০টি বই অনুবাদ ও সংকলন করেন।

তার শত শত ছাত্র সারা বিশ্বে খেদমত করে যাচ্ছে। তেহরিক-ই-নিফাজ ফিকাহ জাফরিয়ার নেতা মরহুম মুফতি জাফর হুসাইনের পর আল্লামা সাফদার হুসাইন নাজাফী আল্লামা আরিফ হোসেন আল-হুসাইনির মতো ব্যক্তিকে জাফরিয়ার নেতা নির্বাচিত করেন।

মরহুম মহসিনে মিল্লাত আল্লামা সাফদার হুসাইন নাজাফীর রুহের মাগফিরাত কামনায় সারাদেশে কোরআন তেলাওয়াত ও শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে আল্লামা মুহম্মাদ আফজাল হায়দারী, আল্লামা মুরিদ হুসাইন নকভী, আল্লামা বখতিয়ারুল হাসান সবজওয়ারী, আল্লামা আলী রেজা নাকভী, সৈয়দ মুনির হুসাইন গিলানী, আহমদ রেজা খান, জাহিদ মেহেদী বক্তব্য রাখবেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha