রবিবার ১২ ডিসেম্বর ২০২১ - ২০:৫১
মাওলানা তাকী আব্বাস রিজভী

হাওজা / মাওলানা তাকী আব্বাস রিজভী বলেন,পশ্চিম বাংলার কিছু অসাম্প্রদায়িক ও অল্প শিক্ষায় শিক্ষিত লোকেরা খোমেনী হওয়ার আবেগ হৃদয়ে নিয়ে সেই সপ্নের ব্যাখ্যা তার নিজের পছন্দ অনুযায়ী করছে আসলে এটা একটা মরীচিকা ছাড়া আর কিছু নয়।

হাওজ নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, পশ্চিম বাংলার কিছু অসাম্প্রদায়িক ও অল্প শিক্ষায় শিক্ষিত লোকেরা খোমেনী হওয়ার আবেগ হৃদয়ে নিয়ে সেই সপ্নের ব্যাখ্যা তার নিজের পছন্দ অনুযায়ী করছে আসলে এটা একটা মরীচিকা ছাড়া আর কিছু নয়।

যাদের অন্তর জাতির ইমামত ও নেতৃত্বের জন্য আকুল হয়ে পড়েছে আর সেই আবেগ তাদের সঠিক ভাবে নিঃশ্বাস নিতে দিচ্ছে না তাই সেই সব লোকেদের উদ্দেশ্যে বলছি খোমেনী হতে হলে প্রথমে নিজেকে বাস্তবে এমন হতে হবে যেন মানুষ দেখে বলতে পারে যে সত্যি মানুষটা খুবই ভালো এবং এই মানুষটার মধ্যে ইমাম খোমেনির গুণ দেখা যাচ্ছে। তাহলে সেই ব্যাক্তি নিজের উদ্দেশ্যে সফল হতে পারবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha