বুধবার ১৫ ডিসেম্বর ২০২১ - ১৯:৪১
আয়াতুল্লাহ আলিরেজা আরাফী

হাওজা / আয়াতুল্লাহ আলী রেজা আরাফীর এগারো খণ্ডের বইয "মাকাসিব-ই-মুহাররম" প্রকাশিত হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফী 'মাকাসিব-ই-মুহাররম' ১১ খণ্ডের বই প্রকাশিত হয়েছে।

সূত্রে মতে, উক্ত বইটি ইসলামী প্রজাতন্ত্র ইরানের বহুল প্রকাশিত বইগুলোর একটি এবং বছরের সেরা বই হিসেবে নির্বাচিত হয়েছে।

এই বইটি এগারোটি খণ্ড নিয়ে গঠিত এবং এই বইয়ের একটি বিশিষ্ট বৈশিষ্ট্য হল আয়াতুল্লাহ আরাফীর পাণ্ডিত্যপূর্ণ পর্যালোচনা।

এই বইয়ের অন্যান্য বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে আয়াতুল্লাহ আরাফীর নতুন ধারণার সাথে ঐতিহ্যের সত্যতা নিয়ে গবেষণা করা।

ইরানের হাওজা ইলমিয়ার প্রধান আয়াতুল্লাহ আলী রেজা আরাফীর এই পাণ্ডিত্যপূর্ণ কাজটি তার বহু বছরের শিক্ষার সারসংক্ষেপ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha