হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগণা জেলার অন্তর্গত হাসনাবাদ থানা আমরুলগাছা এলাকায় আইয়ামে ফাতিমীয়া উপলক্ষে মজলিসের আয়োজন করা হয়। উক্ত মজলিসে বক্তব্য রাখেন জনান মাওলানা আসগার আলী সাহেব কিবলা।
মাওলানা সাহেব উক্ত মজলিসে জনাবে জাহরার (স:) সবর, মর্যাদা, কারিশ্মা, কেরামতি, ও জীবনী নিয়ে আলোচনা করেন এবং শেষে ফাতেমা জাহরার (স:) এর মাসায়েব দ্বারা সমাপ্ত হয়।
আপনার কমেন্ট