হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ উত্তর ২৪ পরগনাহ জেলার কেওটশাহ গ্রামে নবী কন্যা বিবি হযরত ফাতিমা যাহারা ( সা:)পবিত্র জন্ম দিবস উদযাপন করা হয়েছে।
উক্ত পবিত্র মিলাদ মাহফিল অনুষ্ঠানে কবি ও শায়েরে আহলে বাইত হিসেবে ইপস্থিত ছিলেন জনাব মাওলানা তাকীআলী সাহেব, এবং জনাব মোজাফফর হোসেন সিন্টু সাহেব।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মাওলানা জয়নুল ইসলাম সাহেব কিবলা (পেশ ইমাম কেওটশাহ জামে মসজিদ)।
আপনার কমেন্ট