শুক্রবার ২৮ জানুয়ারী ২০২২ - ১৩:১০
আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

হাওজা / হযরত আয়াতুল্লাহ মাকারেম শিরাজী "ফিকহ ইমাম কাজিম (আ.) কেন্দ্রের" শিক্ষকদের সম্মানে আয়োজিত একটি অনুষ্ঠানে বলেন, সমসাময়িক আলেমদের তাদের পূর্বসূরি এবং মহান আলেমদের মত, আহলে বাইত (আঃ) ফিকাহশাস্ত্রের ইতিহাসে একটি নতুন অধ্যায় শুরু করা উচিত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত আয়াতুল্লাহ মাকারেম শিরাজী হজরত জাহরা (সা:)-এর শুভ জন্ম উপলক্ষে এবং ফিকাহ ইমাম কাজিম কেন্দ্রের শিক্ষকদের সম্মানে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে তিনি বলেন, সর্বপ্রথম হযরত যাহরা (আ:)-এর শুভ জন্ম উপলক্ষে আমি "ফিকাহ ইমাম কাজিম (আ.) কেন্দ্রের" ছাত্র ও বিশিষ্ট শিক্ষক এবং কর্মচারীদের অভিনন্দন জানাই।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বলেন, অবশ্যই আহলে বাইত (আ:)-এর ফিকাহশাস্ত্রের গৌরবময় ইতিহাসে সর্বদাই ফিকাহবিদদের প্রচেষ্টা এবং ইজতিহাদের অধ্যায়ের উন্মুক্ততার কারণে অগ্রগতি হয়েছে।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী আরো বলেন, আহলুল বাইত (সা.)-এর ফিকাহশাস্ত্রে উন্নতির পাশাপাশি আধুনিক সব সমস্যার উত্তর দেওয়ার ক্ষমতা রয়েছে কিন্তু তারপরও ফিকাহশাস্ত্র সংক্রান্ত বিষয়ে গবেষকদের জন্য অনেক ক্ষেত্র রয়েছে এবং তা আরও প্রসারিত হয়েছে। এবং অগ্রগতির জন্য দ্বিগুণ এবং ধারাবাহিকতা প্রয়োজন।

বিশেষ করে ইসলামি বিপ্লবের বিজয় এবং ধর্মীয় ব্যবস্থা প্রতিষ্ঠার স্বরূপ আহলে বাইত (আ:)-এর ফিকহের জন্য প্রদত্ত সুবর্ণ সুযোগ।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha