সোমবার ৩১ জানুয়ারী ২০২২ - ১৮:২৫
আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি

হাওজা / ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৩তম বার্ষিকী উপলক্ষে, ইসলামী বিপ্লবী নেতা ইমাম খোমেনী (রহ.) এর মাজার এবং ইসলাম ও ইরানের শহীদদের কবর জিয়ারত করেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অমুযায়ী, সোমবার সকালে ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা ইমাম খোমেনির মাজারে ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি মাজার জিয়ারত করেন এবং সেখানে নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইরানি জাতির নেতা।

ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা একইভাবে ১৩৬০ হিজরী সালের ৭ম বর্ষ মোতাবেক ২৮শে জুন ১৯৮১ সালের ট্র্যাজেডির শহীদ বেহেশতী, রাজাই, বাহুনার এবং শহীদদের মাজার জিয়ারত করেন এবং তাদের মর্যাদার মানোন্নয়নের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

আয়াতুল্লাহ খামেনি এরপর গুলজারে শোহদা যান এবং ইসলাম ও ইরানকে রক্ষাকারী শহীদদের পবিত্র আত্মার প্রতি আশীর্বাদ ও শান্তি কামনা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha