মঙ্গলবার ১ ফেব্রুয়ারী ২০২২ - ২১:১৪
আয়াতুল্লাহ লুৎফুল্লাহ সাফি গুলপায়েগানি (র:)

হাওজা / মরহুম হযরত আয়াতুল্লাহ শেখ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি (র:) এর ইন্তেকাল অত্যন্ত দুঃখ ও শোকের বিষয়।

সভাপতি ফালাহ ফাউন্ডেশন: হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ আমান হায়দার রিজভী

إِذَا مَاتَ الْعَالِمُ ثُلِمَ فِي الْإِسْلَامِ ثُلْمَةٌ لَا يَسُدُّهَا شَيْءٌ إِلَى يَوْمِ الْقِيَامَةِ

মরহুম হযরত আয়াতুল্লাহ শেখ লুৎফুল্লাহ সাফি গুলপাইগানি (র:) এর ইন্তেকাল অত্যন্ত দুঃখ ও শোকের বিষয়।

তিনি তার সমগ্র জীবন শিয়াদের সেবায় অতিবাহিত করেছেন এবং তার বরকতময় অস্তিত্ব থেকে হাওজা ইলমিয়া

এই মহান ব্যাক্তির এই পৃথিবী থেকে চলে যাওয়া এক অপূরণীয় ক্ষতি।

আজ শিয়া বিশ্বের পরিবেশ, বিশেষ করে ইরানের পরিবেশ বিষণ্ণ, মানুষের হৃদয় বিষণ্ণ এবং তাদের চোখ প্রশস্ত।

আমরা পশ্চিমবঙ্গের আলেমগণ হযরত সাহেব-উল-আসর ওয়াল-জামান (আরওয়াহনা ফিদাহ), হাওজা ইলমিয়া, মারাজা-এ-আজম, উলামায়ে কেরাম, মুমিনগণ, সকলের খেদমতে সমবেদনা জানাচ্ছি বিশেষ করে তাঁর পরিবার এবং তাঁর সন্তানদের।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha