বুধবার ২ ফেব্রুয়ারী ২০২২ - ১৬:০৩
মরহুম আয়াতুল্লাহ সাফি গুলপাইগানি (রহ)

হাওজা / আলেম, ছাত্র ও বিভিন্ন মহলের উপস্থিতিতে হযরত আয়াতুল্লাহ সাফি গুলপাইগানি (রহ.) এর জানাজা অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আজ ইরানের সময় সকাল সাড়ে ১০টায় ইরানের কুমের ইমাম খোমেনি মাদ্রাসার সামনে হযরত আয়াতুল্লাহ সাফি গুলপাইগানি (রহ.)-এর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

হজরত মাসুমা কুম (সা.)-এর পবিত্র মাজারে প্রদক্ষিণ শেষে আয়াতুল্লাহ কারিমি ঝাহরিমির উপস্থিতিতে তার জানাজার নামাজ পড়া হয়।

উল্লেখ্য, মহান মুজতাহিদ, রাজনৈতিক ও ধর্মীয় নেতা, আলেম ও সামাজিক ব্যক্তিত্বসহ হাজার হাজার নাগরিক জানাজায় অংশ নেন।

আয়াতুল্লাহ সাফিকে হযরত আবা আবদুল্লাহ আল-হুসাইন (আ.)-এর মাজারে তাঁর ইচ্ছা অনুযায়ী দাফন করা হবে।

স্মরণ করা যেতে পারে যে, ইসলামী বিপ্লবী সর্বোচ্চ নেতা আদেশে আয়াতুল্লাহ সাফি গুলপাইগানির শোক সভা আজ রাতে কুমের ইমাম হাসান আসকারী (আ.) মসজিদে মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত হবে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha