হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হযরত ইমাম আলী নকী (আ:) ১৫ই জুল-হিজ্জাহ ২১২ হিজরিতে মদিনায় পৃথিবীতে আসেন এবং তিন রজব ইমাম আলী নাকী (আ:)-এর শাহাদাত দিবস।
শাহাদাত দিবস উপলক্ষে করোনা প্রটোকলের তত্বাবধানে ইরানের ছোট-বড় সব শহরের মসজিদ ও ইমামবাড়ীতে শোকসভা অনুষ্ঠিত হচ্ছে।
সামার্রায় ইমাম আলী নাকী (আ:)-এর পবিত্র মাজার রয়েছে যেখানে বিপুল সংখ্যক যায়ের ইমামের যিয়ারতের জন্য উপস্থিত হয়েছেন একারণে সামার্রায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
হজরত ইমাম আলী নাকী (আ:) তাঁর সময়ের অত্যাচারী শাসকদের সব কষ্টের মধ্যেও ইসলামের উজ্বল চিত্র বিশ্বের সামনে তুলে ধরেন। বহু শিষ্যকে তিনি তাঁর জ্ঞানের সাগরে সিঞ্চন করেছেন।
আপনার কমেন্ট