মঙ্গলবার ৮ ফেব্রুয়ারী ২০২২ - ১৬:৫২
মাওলানা সৈয়দ তাকি আব্বাস রিজভী

হাওজা / কবি ও প্রচারক, জাকির ও বক্তারা অবশ্যই অবগত আছেন এবং যারা অবগত নন তাদের জানা উচিত অন্য ধর্মের পবিত্রতা অবমাননা করা শিয়াদের পরিচয় নয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কবি ও প্রচারক, জাকির ও বক্তারা অবশ্যই অবগত আছেন এবং যারা অবগত নন তাদের জানা উচিত অন্য ধর্মের পবিত্রতা অবমাননা করা শিয়াদের পরিচয় নয়।

এলাকার শ্রদ্ধেয় আলেমদের উপস্থিতিতে এমন কিছু পড়া বা বিবৃতি দেওয়া যা সামাজিক কলহ সৃষ্টি করে, তাতে পাঠকের চেয়ে মঞ্চে বসে থাকা আলেমরাই বেশি দায়ী বলে মনে করি।

যাইহোক শিয়া ধর্মের সকল নেতা এবং আলেমদের একমত যে আহলে সুন্নাহর পবিত্রতা অবমাননা করা হারাম।

এবং এটা স্পষ্ট যে, যদি কেউ শিয়ার নামে আহলে সুন্নাহর পবিত্রতাকে অবমাননা করে বা সুন্নির নামে শিয়াদের পবিত্রতাকে অবমাননা করে, সে ইসলাম বিরোধী শক্তির হাতিয়ার বা এই বিষয় সম্পর্কে অবগত নয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha