রবিবার ৬ মার্চ ২০২২ - ১৩:২৩
খ্রিস্টান ধর্মীয় নেতা

হাওজা / পেশাওয়ারের ইমামিয়া মসজিদে সন্ত্রাসী ঘটনার নিন্দা অব্যাহত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইমামিয়া মসজিদের ঘটনা নিয়ে পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা শাব্বির হাসান মিসামির সঙ্গে পেশাওয়ারের বিভিন্ন চার্চের খ্রিস্টান যাজকরা সাক্ষাৎ করেছেন।

উক্ত অনুষ্ঠানে সহ-সভাপতি আল্লামা রমজান তৌকীর, কেন্দ্রীয় নেতা আল্লামা সৈয়দ নজর আব্বাস তাকওয়া, সিকান্দার আব্বাস গিলানী অ্যাডভোকেট, জাহিদ আলী আখনজাদেসহ আঞ্চলিক সাংগঠনিক ব্যক্তিত্ব ও মুরুব্বীরা উপস্থিত ছিলেন।

খ্রিস্টান সম্প্রদায়ের প্রতিনিধি দল ইমামিয়া মসজিদের মর্মান্তিক ঘটনার নিন্দা করে একে মানবতার ওপর হামলা বলে অভিহিত করেছেন।

খ্রিস্টান নেতারা বলেন, গীর্জা, মসজিদ, মন্দির সবই ঈশ্বরের ঘর,যে উপাসনালয়ের ক্ষতি করে তার কোন ধর্ম নেই,কোনো ধর্মই সন্ত্রাসবাদের অনুমতি দেয় না,সন্ত্রাস আমাদের দেশের অনেক ক্ষতি করেছে, এই দুঃখ ও শোকের মুহুর্তে খ্রিস্টান সম্প্রদায় আপনাদের পাশে আছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha