বুধবার ৯ মার্চ ২০২২ - ১৪:১৯
মাওলানা জাহিদায়েন তাকভী, বড় ভাইয়ের ইন্তেকালে শোকাহত

হাওজা / হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদায়েন তাকভী বড় ভাইয়ের ইন্তেকালে গভীরভাবে শোকাহত।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হুজ্জাতুল ইসলাম মাওলানা জাহিদায়েন তাকভী বড় ভাইয়ের ইন্তেকালে গভীরভাবে শোকাহত।

মাওলানা আবদায়েন তাকভী সাহেবের ছেলে ও মাওলানা জাহিদায়েন তাকভীর বড় ভাই ইন্তেকাল করেছেন।

তার বয়স ছিল ৪৫ বছর এবং গতকাল রাতে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এ উপলক্ষে মাওলানা সৈয়দ রাজী হায়দার, গভীর শোক ও দুঃখ প্রকাশ করে বলেন, মৃত্যু একটি অধিকার এবং প্রত্যেকেরই তার রবের দরবারে হাজিরা দিতে হবে, কিন্তু যুবকের মৃত্যুর সংবাদ শুনে তার হৃদয় বিদারক হয়ে যায়। এটা নিয়ন্ত্রণের বাইরে।

মাওলানা জাহিদায়েন সাহেবের পরিবারে শোকের ছায়া ও সবাই শোকাহত।

সৈয়দ রাজী হায়দার, আমি মরহুমের পরিবারের বিশেষ করে মাওলানা জাহিদায়েন সাহেবের খেদমতে সমবেদনা জ্ঞাপন করছি এবং আল্লাহর কাছে মরহুমের মর্যাদা বৃদ্ধি করার জন্য প্রার্থনা করছি।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha