মঙ্গলবার ১৫ মার্চ ২০২২ - ১৮:২৮
হুজ্জাতুল ইসলাম সৈয়দ শাকিল আব্বাস জাফারি

হাওজা / এই নির্বাচনে কুম শহরে ৫০০ জনেরও বেশি ছাত্র ভোট দিয়েছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ভারতের ওলামা ও ছাত্রদের সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা করার সময় সাবেক সেক্রেটারি মাওলানা সৈয়দ শাকিল আব্বাস জাফরিকে ওলামা পরিষদের নতুন সভাপতি নির্বাচিত হিসাবে পরিচয় করিয়ে দিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, কুমের ৫০০ জনেরও বেশি ছাত্র এই নির্বাচনে ভোট দিয়েছে যাতে মাওলানা শাকিল আব্বাস জাফরি ৩৭৩ ভোট পেয়ে বিজয়ী হন।

উল্লেখ্য যে, মাওলানা শাকিল আব্বাস জাফরী ২০০৫ সাল থেকে নিরন্তর আন্তরিকতার সাথে ভারতীয় ওলামা ও ছাত্রদের সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

বিশেষ করে ১০ই মহররম ও সফর মাসে তিনি বিভিন্ন মজলিস ও মিছিলে শোক পালনের মহান দায়িত্ব পালন করেন।

এ কারণে ওলামা-ছাত্ররাও তার প্রশংসা করেন এবং মাওলানা সৈয়দ শাকিল আব্বাসকে মজমা ওলামার সভাপতি হিসেবে নির্বাচিত করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha