বুধবার ১৬ মার্চ ২০২২ - ২১:৫৭
কোরআন খানী ও মজলিস

হাওজা / পেশাওয়ার ও সৌদি আরবের শহীদদের জন্য কোরআন খানী ও মজলিসের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মাজলিসে ওলামার পক্ষ থেকে মেটিয়াবুরুজ, আইরন গেট, শাহী মসজিদে পেশাওয়ার ও সৌদি আরবের শহীদদের জন্য কোরআন খানী ও মজলিসের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ওলামা ছাড়া এলাকার মুমিনগণ উপস্থিত ছিলেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha