মঙ্গলবার ২৯ মার্চ ২০২২ - ১৪:০৮
আল্লামা শাব্বির মিসামী

হাওজা / শিয়া ওলামা কাউন্সিল পাকিস্তান শুখার বিভাগ এবং জাহরা (সা:) একাডেমির পৃষ্ঠপোষকতায় রোহরীতে রমজান মাস ও তাবলিগ নিয়ে সেমিনার অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সেমিনারে বিশেষভাবে উপস্থিত ছিলেঅন ও বক্তব্য রাখেন পাকিস্তানের শিয়া ওলামা কাউন্সিলের কেন্দ্রীয় মহাসচিব আল্লামা ডক্টর শাব্বির হাসান মিসামী।

সেমিনারে বক্তব্যে আল্লামা ডাঃ শাব্বির হাসান মিসামী বলেন, সকল মোবাল্লিগ আমাদের কাছে সম্মানিত, আমাদের সমস্ত সাফল্য আল্লাহর সন্তুষ্টিতে নিমজ্জীত।

মোবাল্লিগদের উচিত লোকেদেরকে তাদের কর্মের মাধ্যমে দি্বন ইসলামের আহ্বান জানানো যাতে তারা ফলপ্রসূ হয়।

তিনি আরও বলেন, আল্লামা সাজিদ নাকভীর নির্দেশে মাদ্রাসার জামাত ও মাদ্রাসার ইমামদের জন্য একটি স্বাস্থ্য প্রকল্প চালু করা হচ্ছে যাতে জরুরি ভিত্তিতে উদ্ভূত স্বাস্থ্য সমস্যা সমাধানে যথাসম্ভব সহযোগিতার পদক্ষেপ নেওয়া যায়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha