শনিবার ৯ এপ্রিল ২০২২ - ০৮:৫৮
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আল্লাহর রসূল (সা:) বলেন, আলী আমা হতে এবং আমি আলী হতে।

নবী (সা.) বিদায় হজ্বের সময় আরাফাতের ময়দানে বলেন, “ আলী আমা হতে এবং আমি আলী হতে। আমার পক্ষ হতে ঐশী বাণী পৌঁছানোর অধিকার কারো নেই একমাত্র আলী ব্যতীত।”

[ ইবনে মাজাহ্ তাঁর ‘সুনান’ গ্রন্থে ‘ফাজায়েলে সাহাবা’ অধ্যায়ে (৯২ পৃষ্ঠা) এবং তিরমিযী ও নাসায়ী তাঁদের সহীহ গ্রন্থে হাদীসটি এনেছেন। মুত্তাকী হিন্দী তাঁর ‘কানযুল উম্মাল’ গ্রন্থের ৩য় খণ্ডের ১৫৩ পৃষ্ঠায় ২৫৩১ নং হাদীস হিসেবে এটি এনেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বাল তাঁর ‘মুসনাদ’ গ্রন্থের ৪র্থ খণ্ডে ১৬৪ নং পৃষ্ঠায় হাবশী ইবনে জুনাদাহ্ হতে কয়েকটি সূত্রে হাদীসটি বর্ণনা করেছেন যার সবগুলোই সহী। আহমাদ তাঁর মুসনাদের প্রথম খণ্ডের ১৫১ পৃষ্ঠায় বর্ণনা করেছেন।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha