শনিবার ১৬ এপ্রিল ২০২২ - ১৪:৪১
 ইমাম সাদিক ( আ.)

হাওজা / দরূদ ও সালাত প্রেরণ কারী দের উপর ফেরেশতাদের দরূদ ও সালাত প্রেরণ।

অনুবাদ : মুহাম্মদ মুনীর হুসাইন খান

«اَللّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ وَ آلِ مُحَمَّدٍ، الْأَوْصِيَاءِ الْمَرْضِيِّينَ، بِأَفْضَلِ صَلَوَاتِكَ، وَ بَارِكْ عَلَيْهِمْ بِأَفْضَلِ بَرَكَاتِكَ، وَ السَّلامُ عَلَيْهِمْ وَ عَلَى أَرْوَاحِهِمْ وَ أَجْسَادِهِمْ وَ رَحْمَةُ اللّهِ وَ بَرَكَاتُهُ»

নিম্নোক্ত এ দরূদ ও সালাত প্রেরণ কারী দের উপর ফেরেশতাদের দরূদ ও সালাত প্রেরণ :

ইমাম সাদিক ( আ.) থেকে বর্ণিত আছে যে যে ব্যক্তি জুমার দিনের ( শুক্রবার ) আসরের নামাযের পরে এবং নিজের জা নামায ( নামাযের স্থান ) থেকে উঠার আগে ১০ বার ( নিম্নোক্ত ) এ দরূদ শরীফ পাঠ করবে ফেরেশতারা এ জুমা ( শুক্রবার ) থেকে আগামী ( পরবর্তী ) জুমা ( শুক্রবার) পর্যন্ত ঠিক এ সময় তার উপর দরূদ ও সালাত প্রেরণ করতে থাকবে ।

দরূদ শরীফটি :

অর্থ : হে আল্লাহ ! আপনি হযরত মুহাম্মদ সা.) ও তাঁর আলের ( আহলুল বাইত ) উপর আপনার সর্বোত্তম দরূদ ও সালাত প্রেরণ করুন যারা ( আহলুল্ বাইত ) হচ্ছেন হযরত মুহাম্মদের ( সা.) ওয়াসী ( স্থলাভিষিক্ত উত্তরাধিকারী ইমাম ও তাঁর ওয়াসিয়ত বাস্তবায়নকারী ) যাদের প্রতি আপনি সন্তুষ্ট আছেন ; আর আপনার সর্বোত্তম বরকত ( কল্যাণ ) তাঁদের ( হযরত মুহাম্মদ - সা - ও তাঁর পবিত্র আহলুল বাইত - আ. - ) সবার উপর নাযিল করুন । তাঁদের উপর , তাদের পবিত্র আত্মাসমূহের উপর এবং তাঁদের পবিত্র দেহ সমূহের উপর সালাম ( শান্তি বর্ষিত হোক ) এবং আল্লাহর রহমত ও বরকত সমূহ ( বর্ষিত ও নাযিল হোক )

দ্র : মাফাতিহুল জিনান , শুক্রবারের আমলসমূহ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha