বুধবার ২০ এপ্রিল ২০২২ - ১১:৩৯
কাবুলে স্কুলে বিস্ফোরণ

হাওজা / কাবুলের পশ্চিমাঞ্চলে বোমা হামলায় কয়েক ডজন ছাত্র শহীদ ও আহত হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আফগানিস্তানে তালেবানের আধিপত্য থাকা সত্বেও দেশটির বিভিন্ন শহরে বিশেষ করে রাজধানী কাবুলে বোমা হামলা ও সন্ত্রাসী হামলার ঘটনা দেখা যাচ্ছে।

রাজধানী কাবুলের কালা-ই-নাউ এবং দাশত-ই-বারচি এলাকায় দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে সর্বশেষ বিস্ফোরণের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৯.৩০ মিনিটে কিলা-ই-নওয়ের মুমতাজ স্কুলের বাইরে প্রথম বিস্ফোরণ ঘটে, তারপরে দাশত-ই-বারচির আবদুল রহিম শহীদ স্কুলে আরও দুটি বিস্ফোরণ ঘটে।

স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণে ব্যাপক হতাহতের ঘটনা ঘটেছে। আব্দুল রহিম শহীদ স্কুলের এক ছাত্র জানান, তিনি বেশ কয়েকজন সশস্ত্র হামলাকারীকে স্কুল ভবনে ঢুকতে দেখেছেন।

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী, হামলায় অন্তত ২৭ জন স্কুলছাত্র নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছে।

শহীদ ও আহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কোনো গোষ্ঠী এখন পর্যন্ত হামলার দায় স্বীকার করেনি, তবে ইসলামিক স্টেট সন্ত্রাসী গোষ্ঠী এর আগে কাবুলের শিয়া-অধ্যুষিত এলাকায় হামলার দায় স্বীকার করেছিল।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha