বৃহস্পতিবার ২৮ এপ্রিল ২০২২ - ১০:৫৩
আল্লাহর রসূলের (সা:) বানী

হাওজা / আমি ও আলী কিয়ামত দিবসে আমার উম্মতের জন্য দলিল।

নবী (সা.) বলেছেন, “আমি ও এই ব্যক্তি (আলী) কিয়ামত দিবসে আমার উম্মতের জন্য দলিল।”

খাতীব বাগদাদী হযরত আনাস হতে হাদীসটি বর্ণনা করেছেন। কিরূপে সম্ভব যে, আবুল হাসান আলী ইবনে আবি তালিব রাসূলের মত উম্মতের জন্য দলিল হবেন অথচ তাঁর স্থলাভিষিক্ত ও অভিভাবক হিসেবে উম্মতের পরিচালক ও নির্দেশক হবেন না?

[কানযুল উম্মাল, ৬ষ্ঠ খণ্ড, ১৫৭ পৃষ্ঠা, ২৬৩২ নং হাদীস।]

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha