বৃহস্পতিবার ৭ জুলাই ২০২২ - ১২:৫৩
মক্কায় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক এর প্রতি্বধ্বনি

হাওজা / সারা বিশ্ব থেকে লক্ষ লক্ষ হাজী এই দিনগুলিতে আল্লাহর বিশেষ ইবাদতের সাথে জড়িত থাকে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, হজের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে, হজ তাওয়াফ শেষে ১০ লাখ হাজী কাফেলায় মিনায় আসতে শুরু করেছেন।

আজ সারাদিন মিনায় অবস্থান ও ইবাদত করবেন হাজীরা। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা ও ফজরের নামাজ আদায় করবে।

হাজীরা আগামীকাল আরাফাত চত্বরে পৌঁছে হজ পালন করবেন।

সূর্যোদয়ের পর তারা মিনাতে ফিরে আসবে, শয়তানকে পাথর মেরে কুরবানি দেবে।

১১ এবং ১২ তারিখে সমস্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর, হজীরা আবার মক্কায় যাবেন এবং মসজিদুল-হারামে বিদায়ী তাওয়াফ করবেন।

উল্লেখ্য, এ বছর ৩৯ হাজার ৬৩৫ ইরানি হজ পালন করার সুযোগ পেয়েছেন, যেখানে এ বছর মোট হাজীর সংখ্যা ১০ লাখ বলে জানা গেছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha