বুধবার ১৩ জুলাই ২০২২ - ১৩:২৭
জাশনে ঈদে গাদীর

হাওজা / প্রতি বছরের ন্যায় এ বছরও ওয়াসিয়ে রাসুল খালিফায়ে বিলা ফাসল আলি ইবনে আবু তালিব (আঃ) এর বিলায়াতের এলান।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বাগনান: এতদ্বারা জানানো যাইতেছে যে প্রতি বছরের ন্যায় এ বছরও ওয়াসিয়ে রাসুল খালিফায়ে বিলা ফাসল আলি ইবনে আবু তালিব (আঃ) এর বিলায়াতের এলান উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়েছে।

‘জাসনে ঈদে গাদীর’ উপলক্ষে আগামী ২৪ই জুলাই ২০২২ রবিবার দিবাগত রাতে (বাদ মগরিব) বাগনান, মহাদেবপুর (উঃ) পাড়া ইমাম বারগা শরীফে এক বিশাল মাহফিলের আয়োজন করা হয়েছে।

উক্ত মাহফিলে সকল গ্রামবাসী বৃন্দ এবং আশিকানে রাসুল (সাঃ) দের উপস্থিতি একান্ত কাম্য ইনশাআল্লাহ

বাগনান: জাশনে ঈদে গাদীর

অনুষ্ঠান পরিচালক : মিজারুল হোসেন / রুশায়েদ

নেতৃত্বে: হুজ্জাতুল ইসলাম আলি জনাব মাওলানা আখতার আলি সাহেব (হুগলি)

পরিচালনায় বাগনান মহাদেবপুর উঃ পাড়া ইমাম বারগা শরীফ

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha