সোমবার ১ আগস্ট ২০২২ - ১২:২৬
হযরত ইমাম আলী (আ.)

হাওজা / হযরত ইমাম আলী (আ.) একটি রেওয়ায়েতে নবজাতকের জন্য বরকতময় ও সর্বোত্তম দুধ সম্পর্কে পরিচয় করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "আল-কাফী" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদীসটি নিম্নরূপ:

হযরত ইমাম আলী (আ.) বলেছেনঃ

مَا مِنْ لَبَنٍ يُرْضَعُ بِهِ اَلصَّبِيُّ أَعْظَمَ بَرَكَةً عَلَيْهِ مِنْ لَبَنِ أُمِّهِ

নবজাতকের (শিশুর) জন্য মায়ের দুধের চেয়ে কোনো দুধই বেশি উপকারী ও বরকতময় নয়।

(আল-কাফী, ৬ষ্ঠ খন্ড, পৃ৪০)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha