রবিবার ১৪ আগস্ট ২০২২ - ২০:০৪
মামোস্তা মুস্তফা শেরজাদী

হাওজা / মুরতাদ সালমান রুশদির উপর হামলা থেকে প্রমান হয় যে ইমাম খোমেনির ঐতিহাসিক ফতোয়া আজও আছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, মারিওয়ান শহরের ইমাম জুমা এবং আহলে সুন্নাত পণ্ডিত মামোস্তা মুস্তফা শেরজাদী বলেছেন:মুরতাদ সালমান রুশদির উপর এক মুসলিম যুবকের হামলা প্রমাণ করে যে এত বছর পরেও ইমাম খোমেনির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ফতোয়া বহাল রয়েছে।

সালমান রুশদি সম্পর্কে হাওজা নিউজ এজেন্সির সাথে আলাপকালে মারিওয়ান শহরের ইমাম জুমা ও আহলে সুন্নাহ আলেম বলেছেন,মুরতাদ সালমান রুশদির উপর এক মুসলিম যুবকের হামলা প্রমাণ করে যে এত বছর পরেও ইমাম খোমেনির গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ফতোয়া বহাল রয়েছে।

মারিওয়ান শহরের ইমাম জুমা আরো বলেন, কুরআন ও মহানবী (সা.)-এর অবমাননাকারী ব্যক্তির বিরুদ্ধে এই যুবকের প্রাণঘাতী হামলা যে কোনো অজুহাতে মুসলমানদের আকিদা অবমাননাকারীদের জন্য সতর্কবার্তা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha