বুধবার ২৪ আগস্ট ২০২২ - ১০:৪২
মাওলানা সৈয়দ রেজা আলী যাইদী

হাওজা / খালিশপুর কাসরে আব্বাস (আ:) ইমাম বাড়িতে হযরত ইমাম জায়নুল আবেদীন (আ:) এর শাহাদাত এর মজলিস অনুষ্ঠিত হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, খালিশপুর কাসরে আব্বাস (আ:) ইমাম বাড়িতে হযরত ইমাম জায়নুল আবেদীন (আ:) এর শাহাদাত এর মজলিস অনুষ্ঠিত হয়।

মজলিসে বক্তব্য রাখেন হুজ্জাতুল ইসলাম মাওলানা সৈয়দ রেজা আলী যাইদী সাহেব কিবলা। মজলিসে বক্তব্যে তিনি পবিত্র কুরআনের আয়াত ""আল্লাহর রাস্তায় যারা শহীদ হয় তোমরা তাদেরকে মৃত বলো না বরং তারা জীবীত এবং নিজের প্রতি পালকের নিকট হতে রিজিক প্রাপ্ত""""” এই আয়াত এর উপর বক্তব্য রাখেন এবং মাসায়েবে তিনি ইমাম জায়নুল আবেদীন (আ:) এর উপর বর্নিত মুসিবত বর্ননা করেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha