বৃহস্পতিবার ২৫ আগস্ট ২০২২ - ১০:৪৭
বইনুল হারামাইন কারবালায় ২৫,০০০ বইয়ের প্রদর্শনী উদ্বোধন

হাওজা / আস্তানা-এ-মোকাদ্দাসে হুসাইনি (ইমাম হোসাইন (আ.)-এর হারাম) ৬৩টি আরবি ও অন্যান্য প্রকাশক এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে কারবালাতে ৮ম আন্তর্জাতিক তারাতিল সাজ্জাদিয়া উপলক্ষে একটি বই প্রদর্শনী চালু করেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আস্তানা-এ-মোকাদ্দাসে হুসাইনি কারবালায় অষ্টম আন্তর্জাতিক তারাতিল সাজ্জাদিয়া উপলক্ষে একটি বই প্রদর্শনী শুরু করেছে।

এই প্রদর্শনীর পরিচালক মুহাম্মদ আবদুল সালাম জানান, এই প্রদর্শনী ১০ দিনব্যাপী চলবে এবং এতে ইরান, লেবানন, তিউনিসিয়া, কুয়েত, মরক্কো, ইরাকসহ বিভিন্ন দেশের ৬৩টি প্রকাশক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান অংশ নিচ্ছে এবং এই প্রদর্শনীতে ২৫ হাজার বই রয়েছে।

তিনি আরো বলেন, এই প্রদর্শনীর উদ্দেশ্য হল আহলে বাইতের (আ.) জ্ঞান ও সংস্কৃতি ছড়িয়ে দেওয়া, যা শুধুমাত্র ধর্মীয় অধ্যয়নের মধ্যে সীমাবদ্ধ নয়

বরং এর মধ্যে রয়েছে অন্যান্য বিভিন্ন বিজ্ঞান এবং শিশুদের রাজনৈতিক, শিক্ষাগত ও সাংস্কৃতিক, সাংস্কৃতিক ক্ষেত্র।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha