সোমবার ৫ সেপ্টেম্বর ২০২২ - ১৪:৩১
পুলিশের হাতে বই তুলে দিলেন জনাব মাওলানা মোঃ তাফাজ্জুল হোসেন সাহেব

হাওজা / 'ইনশান কো বেদার তো হো লেনে দো হার কওম পুকারেগী হামারে হে হুসাইন" ৷ কবির উক্তি কতটা সত্য আজ আমরা বুঝতে পারছি ৷

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, 'ইনশান কো বেদার তো হো লেনে দো হার কওম পুকারেগী হামারে হে হুসাইন" ৷ কবির উক্তি কতটা সত্য আজ আমরা বুঝতে পারছি ৷

ইমাম হুসাইন (আঃ) কোন নিদৃষ্ট সম্প্রদায়ের নন ৷ তিনি সমগ্র মানব সম্প্রদায়ের অমূল্য রতন ৷

এক পুলিশ-ভাইকে কারবালার শোকের উপরে রচিত "শোকার্তের দীর্ঘশ্বাস" নামক একটি ঐতিহাসিক আন্তর্জাতিক বিখ্যাত বই উপহার করলো রেনেসা পাবলিশার ৷ প্রতি বছরের ন্যায় এবছর (২০২২) চারদিন যাবত রেনেসা পাবলিশারের পক্ষ্য হতে বুকস্টল দেওয়া হয়েছিল সরণীয়া ৭২-তাবুত অনুষ্টানে ৷

হুগলী জেলার বাসিন্দা টাকীতে কর্বব্যরত একজন পুলিশের হাতে বইটি তুলে দিলেন লেখক, অনুবাদক এবং রেনেসা পাবলিশারের সহকারী পরিচালক জনাব মাওলানা মোঃ তাফাজ্জুল হোসেন সাহেব।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha