বুধবার ৭ সেপ্টেম্বর ২০২২ - ২১:০৭
ইরাকি সরকার আরবাইনে জিয়ারতকারীদের পূর্ণ নিরাপত্তা দিতে প্রস্তুত

হাওজা / ইরাক সরকার ঘোষণা করেছে যে তারা আরবাইন হুসাইনি উপলক্ষে জিয়ারতকারীদের নিরাপত্তার জন্য নির্ভুল ব্যবস্থা করবে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ইরাকি সরকার ইরানকে আশ্বস্ত করেছে যে তারা আরবাইন হোসেইনি উপলক্ষে জিয়ারতকারীদের নিরাপত্তার জন্য নির্ভুল ব্যবস্থা করবে।

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী আহমাদ ওয়াহিদি গণমাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

আহমেদ ওয়াহিদী আরও বলেন, জিয়ারতকারীরা যাতে আরবাইন মার্চে সহজে অংশগ্রহণ করতে পারে সেজন্য সীমান্ত ক্রসিংয়ে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।

মনে রাখা দরকার যে, প্রতি বছর সারা বিশ্বের লাখ লাখ হুসেনপ্রেমীরা কারবালায় ইমাম হুসাইন (আ.)-এর শাহাদাতের স্মরণে জিয়ারত করতে আসেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha