রবিবার ১১ সেপ্টেম্বর ২০২২ - ১৪:৩৬
সৌদি আরব থেকে ইরাকে প্রবেশ করেছে জিয়ারতকারীদের কাফেলা

হাওজা / আরবাইন উপলক্ষে সৌদি আরব থেকে ইরাকে প্রবেশ করেছে জিয়ারতকারীদের কাফেলা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, বর্তমানে সারা বিশ্ব থেকে ইমাম হোসায়েনের (আ:) ভালবাসায় লক্ষ লক্ষ মানুষ সম্ভাব্য সকল উপায়ে ইরাকের ভূমিতে পৌঁছে যাচ্ছেন।

যাতে করে আরবাইন হোসাইনি উপলক্ষে মিলিয়ন মার্চে অংশগ্রহণের পর তারা তাদের মাওলা সৈয়দুশ শোহদা ইমাম হোসাইন (আ.)-এর মাজারে উপস্থিত হতে পারেন।

ভিডিওটিতে সৌদি আরবের আল-আহসা অঞ্চল থেকে ইরাকে আগত জিয়ারতকারীদের দেখা যায় যেখানে ইরাকি নাগরিকরা তাদের স্বাগত জানাচ্ছেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha