শনিবার ২২ অক্টোবর ২০২২ - ০৯:৩০
জাশনে ঈদে মিলাদুন্নবী (সঃ)

হাওজা / ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ) এর জন্মদিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, উত্তর ২৪ পরগনাহ জেলার বাগজোলা গ্রামে ঈদে মিলাদুন্নবী (সঃ) ও ইমাম জাফর সাদিক্ব (আঃ) এর জন্মদিবস উপলক্ষে মাহফিলের আয়োজন করা হয়।

উক্ত মাহফিলে কবিতা পাঠ করেন: জনাব মাওলানা আলী রেজা (রানা) সাহেব (সোমপুর পেশ ইমাম – বকচরা), জনাব মোহসিন আলী সাহেব (বামনডাঙ্গা), কামাল হুসাইন সাহবে (নারিকেলবেড়িয়া), জনাব মাওলানা হায়দার আলী সাহেব (পেশ ইমাম নারিকেলবেড়িয়া)।

বক্তাঃ হুজ্জাতুল ইসলাম মাওলানা হায়দার আলী সাহেব (পেশ ইমাম নারিকেলবেড়িয়া)।

পরিচালকঃ জনাব আলমগীর আলী সাহেব (পেশ ইমাম বামনডাঙ্গা)।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha