বৃহস্পতিবার ২৭ অক্টোবর ২০২২ - ১০:২৬
ইবাদতের বাস্তবতা

হাওজা / হযরত ইমাম হাসান আসকারী (আ.) একটি রেওয়ায়েতে ইবাদতের বাস্তবতার দিকে ইশারা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নলিখিত রেওয়ায়েতটি "তাহফুল-উকুল" বই থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম হাসান আসকারি (আঃ) বলেছেন:

لَیسَتِ العِبادَةُ کَثرَةَ الصیّامِ وَ الصَّلاةِ وَ انَّما العِبادَةُ کَثرَةُ التَّفَکُّر فی أمر اللهِ

ইবাদত শুধু নামায ও সিয়ামের প্রাচুর্যের নাম নয় বরং ইবাদতের বাস্তবতা হল অনেক উদ্বেগ ও ভয় নিয়ে আল্লাহর কাজে নিয়োজিত হওয়া।

(তাহফুল-উকুল, পৃ. ৪৪২)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha