সোমবার ২১ নভেম্বর ২০২২ - ১৫:৩৮
আফগানিস্তানে শরিয়া আইন বলবৎ হওয়ায় ১৯ জনকে প্রকাশ্যে বেত্রাঘাত করা হয়

হাওজা / উত্তরপূর্ব আফগানিস্তানে ব্যভিচার, চুরি এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য ১৯ জনকে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, ব্যভিচার, চুরি এবং বাড়ি থেকে পালিয়ে যাওয়ার জন্য উত্তর-পূর্ব আফগানিস্তানে ১৯ জনকে বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়েছে।

রোববার সুপ্রিম কোর্টের এক কর্মকর্তা এ তথ্য জানান।এ তথ্য প্রকাশের পর তালেবানদের শরিয়া আইন বাস্তবায়নে অটল থাকার বিষয়টি নিশ্চিত হয়েছে।

২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতা দখলের পর এটি আফগানিস্তানে চাবুক মারার প্রথম আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বলে মনে হচ্ছে।

আদালতের কর্মকর্তা আব্দুল রহিম রশিদ বলেছেন যে ১১ নভেম্বর উত্তর-পূর্ব তাখার প্রদেশের তালুকান শহরে ১০ জন পুরুষ ও নয়জন নারীকে ৩৯টি বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়।

নগরীর প্রধান মসজিদে জুমার নামাজের পর মুরুব্বি, আলেম ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে এ শাস্তি দেওয়া হয় বলে জানান তিনি।

ওই কর্মকর্তা জানান, সাজা হওয়ার আগে এই ১৯ জনের সব মামলা দুটি আদালতে শুনানি হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha