শনিবার ১৭ ডিসেম্বর ২০২২ - ১৯:২১
আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মদ সাদিক হুসাইনী রুহানি

হাওজা / হাওজা ইলমিয়া ব্যবস্থাপনা কেন্দ্র তার শোক বার্তায় আয়াতুল্লাহ রুহানির দাফন উপলক্ষে হাওজা ইলমিয়ায় ছুটি ঘোষণা করেছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মদ সাদিক হুসাইনী রুহানির মৃত্যু উপলক্ষে হাওজা ইলমিয়ার ব্যবস্থাপনা কেন্দ্র এক শোক বার্তায় ঘোষণা করেছে যে, আয়াতুল্লাহ রুহানির দাফন উপলক্ষে সব হাওজা ইলমিয়া বন্ধ থাকবে।

শোক বার্তা নিম্নরূপ:

إِذَا مَاتَ الْعَالِمُ ثُلِمَ فِی الْإِسْلَامِ ثُلْمَةٌ لَا یَسُدُّهَا شَیْءٌ إِلَی یَوْمِ الْقِیَامَةِ

بسم الله الرحمن الرحیم

আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মদ সাদিক রোহানীর মর্মান্তিক মৃত্যুতে মরহুমের অনুসারী, ভক্ত, আলেম, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সকলের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, মরহুম এবং বিশেষ করে মরহুমের সম্মানিত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।

জানা গেছে যে, বিশিষ্ট এই আলেমের জানাজা উপলক্ষে হাওজা ইলমিয়ার সব শাখায় ছুটি ঘোষণা করা হয়েছে।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha