রবিবার ১৮ ডিসেম্বর ২০২২ - ১৪:২৬
আয়াতুল্লাহ সৈয়দ সাদিক রুহানী

হাওজা / হযরত আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মদ সাদিক রুহানীর জানাজা আজ হজরত মাসুমার মাজারে দাফন করা হয়েছে।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কুমের মহান ফাকিহ আয়াতুল্লাহ সৈয়দ মুহাম্মদ সাদিক রুহানীর জানাজা ইমাম হাসান আসকারী মসজিদ থেকে হজরত মাসুমা (সা.)-এর মাজার পর্যন্ত নিয়ে আসা হয়। এবং হযরত ফাতেমা মাসুমা (সা.)-এর মাজারে দাফন করা হয়। এ অনুষ্ঠানে হাওজা ইলমিয়া কুমের শিক্ষক-শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক আলেম, মুজতাহিদ ও জনসাধারণ উপস্থিত ছিলেন।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha