সোমবার ১৬ জানুয়ারী ২০২৩ - ১৩:৩০
সৈয়দ হাসান নাসরুল্লাহ

হাওজা / হিজবুল্লাহর সেক্রেটারি, হযরত ফাতেমা জাহরা (সা.)-কে বিশ্বের ফার্স্ট লেডি বলে জোর দিয়ে বলেছেন: আমাদের সাংস্কৃতিক যুদ্ধের অংশ হল এই নামটি রক্ষা করা।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, সৈয়দ হাসান নাসরুল্লাহ হযরত ফাতেমা (সা.)-এর জন্মবার্ষিকীতে হিজবুল্লাহ নারীদের উদ্দেশ্যে বলেন যে হজরত ফাতেমাকে (সা.) ভালোবাসার পরিণাম হবে বেহেশত এবং তাকে ঘৃণা করার পরিণাম হবে জাহান্নাম।

তিনি বলেন যে ফাতেমা (সা.) নামটি আল্লাহর মনোনীত একটি নাম, এবং এই নামটি সংরক্ষণ করা আমাদের সাংস্কৃতিক যুদ্ধের অংশ।

সৈয়দ হাসান নাসরুল্লাহ আরও পরামর্শ দেন যে, ফাতেমা ও জয়নাব এই দুটি নামের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা তুলে ধরতে হলে প্রতিটি পরিবারে এই দুটি নাম থাকা উচিত।

তিনি বলেন যে হজরত জয়নব (আ.) আমাদেরকে ইমাম হোসাইন (আ.), হজরত আব্বাস (আ.), আশুরা এবং জিহাদের গুরুত্ব স্মরণ করিয়ে দেন। তিনি আরো বলেন: হযরত ফাতেমা (সা.)-এর অন্যতম শ্রেষ্ঠত্ব হল ইমাম হাসান (সা.), ইমাম হুসাইন (সা.) ও হযরত জয়নব (সা.)-এর প্রশিক্ষণ।

লেবাননের হিজবুল্লাহর মহাসচিব আরো উল্লেখ করেছেন যে, সর্বশক্তিমান আল্লাহর প্রশংসার সাথে আমাদের উচিত হজরত ফাতেমা (সা.)-এর শাফাআত প্রার্থনা করা। কারণ তিনি তার সকল অনুসারীদের মা।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha