হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ জাফর সুবহানীর স্ত্রী হাজিয়া খানুম মুখতারা ইন্তেকাল করেছেন।
এই রিপোর্ট অনুযায়ী: মরহুমার জানাজা অনুষ্ঠিত হবে ২১ তারিখ রবিবার, সকাল ১০:০০ ঘটিকায় ইমাম হাসান আসকারী (আ.) এর মসজিদ থেকে হযরত মাসুমাহ (আ.) এর পবিত্র মাজারের নিয়ে আসা হবে।
একই দিন মাগরিব ও এশার নামাজের পর আয়াতুল্লাহ সুবহানীর অফিসে মজলিসের আয়োজন করা হয়েছে। একই দিন (রবিবার) সন্ধ্যায় মাগরিব ও এশার নামাজের পর মহিলাদের জন্য মজলিস অনুষ্ঠিত হবে।
আপনার কমেন্ট