শুক্রবার ১০ ফেব্রুয়ারী ২০২৩ - ১৯:৩২
আয়াতুল্লাহ মাকারেম শিরাজী

হাওজা / আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বলেছেন: ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৪তম বছর। শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও এই দীর্ঘায়ুর রহস্য হলো জনগণের ঐক্য।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, আয়াতুল্লাহ মাকারেম শিরাজী বলেছেন: ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৪তম বছর। শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও এই দীর্ঘায়ুর রহস্য হলো জনগণের ঐক্য।

আয়াতুল্লাহ আল-উজমা মাকারেম শিরাজী সহীফা সাজ্জাদিয়া পাঠ করা উপলক্ষ্যে অনুষ্ঠিত সভা শেষে ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে আলোচনা করতে গিয়ে বলেন: ইমাম খোমেনী যখন ইসলামী প্রজাতন্ত্র ঘোষণা করেন, তখন অনেক সংকীর্ণ মনের মানুষ মনে করেছিল এই বিপ্লব বেশিদিন টিকবে না।

তিনি বলেন: আলহামদুলিল্লাহ এখন ইসলামী বিপ্লবের বিজয়ের ৪৪তম বছর। শত্রুদের ষড়যন্ত্র সত্ত্বেও এই দীর্ঘায়ুর রহস্য হলো জনগণের ঐক্য। এ সম্প্রীতি ও ঐক্য অব্যাহত থাকলে এ বিপ্লব টিকে থাকবে তৎকালীন ইমামের আবির্ভাব পর্যন্ত, ইনশাআল্লাহ।

আয়াতুল্লাহ মাকারেম শিরাজী আরও বলেছেন: আমি আমার সকল প্রিয়জনকে অনুরোধ করছি ২২ বাহমানের মহাযাত্রায় উৎসাহের সাথে অংশগ্রহণ করতে এবং তাদের আওয়াজ বিশ্বে ছড়িয়ে দিতে।এটি শত্রুদের নিরাশ করে এবং তাদের অপমান বাড়িয়ে দেয়।

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha