মঙ্গলবার ২৮ ফেব্রুয়ারী ২০২৩ - ১৯:৩৮
আলেমদের গুরুত্ব

হাওজা / হযরত ইমাম মুহাম্মাদ বাকির (আ.) একটি রেওয়ায়েতে একজন আলেমের গুরুত্ব বর্ণনা করেছেন।

হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, নিম্নোক্ত রেওয়ায়েতটি "হিল্লিয়াতুল আউলিয়া" গ্রন্থ থেকে উদ্ধৃত করা হয়েছে।

হাদিসটি নিম্নরূপ:

ইমাম বাকির (আ.) বলেছেন:

واللّهِ لَمَوتُ عالِمٍ أحَبُّ إلى إبلیسَ مِن مَوتِ سَبعینَ عابِدًا

আল্লাহর কসম! ইবলীসের মতে, একজন আলেম ও বুদ্ধিজীবীর মৃত্যু সত্তর (৭০) জন নামাযীর মৃত্যুর চেয়ে অধিক কাম্য।

(হিল্লিয়াতুল আউলিয়া, ৩/৩১৮)

Tags

আপনার কমেন্ট

You are replying to: .
captcha